২৪ ঘন্টায় আক্রান্ত ৪০,৯৫৩ জন, ভারতে টিকাকরণ ৪.২০-কোটির ঊর্ধ্বে

উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়িয়ে করোনার দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে ভারতে। বাড়তে বাড়তে ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ৪০,৯৫৩-তে পৌঁছে গিয়েছে (বৃহস্পতিবার সারা দিনে সংক্রমিত হয়েছিলেন ৩৯,৭২৬ জন)। ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ১৮৮। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ২.৮৮-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। শুক্রবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৫৩ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ২৩,৬৫৩ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,১১,০৭,৩৩২ জন করোনা-রোগী।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৪০,৯৫৩ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১,১৫,৫৫,২৮৪-তে গিয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৮৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৯,৫৫৮ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮৮ হাজার ৩৯৪ জন (২.৫০ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ১৭,১১২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪ কোটি ২০ লক্ষ ৬৩ হাজার ৩৯২ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২৭,২৩,৫৭৫ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.