তামিলনাড়ুতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ১১ জন এবং এই আহত হয়েছে ১৫ জনের মতো। এক মন্দিরের শোভাযাত্রা বেরোনোর পরেই ঘটে দুর্ঘটনাটি। হাইটেনশন লাইনের সংস্পর্শে চলে আসে রথটি এবং নিমেষে রথে আগুন লেগে যায় ও ভক্তদের মর্মান্তিক পরিণতি হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় কালিমেদু গ্রামে। ভগবান অ্যাপার মন্দিরের রথের শোভাযাত্রা বেরোয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রথটি চলার সময় একটু বেঁকে যায়। রাস্তায় চলার পথে বাধা সৃষ্টি হয় এবং সেই বাধার কারণেই হঠাৎ উল্টে যায় রথটি। ঠিক এই উল্টানোর সময়েই রথটির উপরিভাগ হাই-টেনশন ট্রান্সমিশন লাইনের সংস্পর্শে আসে।
এই সময়েই ওই রথে উপস্থিত ছিলেন শিশু সহ বহু মানুষ। ওভারহেড লাইনের সংস্পর্শে আসার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয় রথটি এবং এর উপরে দাঁড়িয়ে থাকা মানুষজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে ছিটকে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের উদ্ধার করে তাঞ্জাভুর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
2022-04-29