আশঙ্কাজনক করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, রাজ্যের সমস্ত কোভিড হাসপাতালগুলিতে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই কুইক রেসপন্স টিম তৈরি করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত বিশেষজ্ঞ ও অন্যান্য চিকিৎসকরা এই দলে থাকবেন তাদের সংশ্লিষ্ট হাসপাতালের আশেপাশে থাকা বাধ্যতামূলক। যাতে যে কোনও সময় প্রয়োজন হলেই তাঁরা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পৌঁছে যেতে পারেন।
বেশকিছু সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ ঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার জন্যই ওইসব রোগীদের মৃত্যু হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতেই এই ধরনের নির্দেশিকা বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর।