জিএসটি আদায়ে সর্বকালীন রেকর্ড

এ যেন অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। দেশে জিএসটি চালু হবার পর এতটা পণ্য পরিষেবা কর আদায় কখনও হয়নি, ফলে এই ডিসেম্বর মাসে সর্বকালীন রেকর্ড গড়ল। এমনটাই জানাচ্ছে কেন্দ্র। এই ডিসেম্বর মাসে জিএসটি বাবদ কর আদায় হয়েছে ১.১৫ লক্ষ কোটি টাকা যা গত ডিসেম্বর মাসের তুলনায় ১২ শতাংশ বেশি।

এরমধ্যে সিজিএসটি ২১,৩৬৫ কোটি টাকা এবং এস জি এস টি ২৭,৮০৪ কোটি টাকা। তাছাড়া আইজিএসটি আদায় হয়েছে ৫৭,৪২৬ কোটি টাকা যার মধ্যে পণ্য আমদানি থেকে কর সংগ্রহ হয়েছে ২৭০৫০ কোটি টাকা।সেস আদায় ৮৫৭৯ কোটি টাকা তারমধ্যে পণ্য আমদানি করে এসেছে ৯৭১ কোটি টাকা। আইজিএসটি-র অর্থ কেন্দ্র এবং রাজ্যের জিএসটি তহবিলের ভাগাভাগি পর ডিসেম্বরে জি এস টি তে মোট আয় হয়েছে ৪৫,৪৮৫ কোটি টাকা।

পরিসংখ্যান অনুসারে, গত বছরের তুলনায় পণ্য আমদানি থেকে কর সংগ্রহ বেড়েছে ২৭ শতাংশ এবং দেশের বাজারে পণ্য কেনাবচা থেকে কর আদায় বেড়েছে ৮ শতাংশ। এই তথ্য নিঃসন্দেহে বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা মহল।

যেখানে গত মার্চ মাসে লকডাউন ঘোষণা হওয়ার পর জিএসটি আদায় একেবারে তলানিতে এসে ঠেকেছিল। তারপর ক্রমশ আনলক পর্ব শুরু হয়েছে । সেপ্টেম্বর মাস থেকে বাজারে পণ্য সামগ্রী চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে আদায়। যা দেখে বিশেষজ্ঞদের একাংশের অভিমত, উৎসবের মরসুমে পর এবার বিয়ের মরসুম ফলে বিভিন্ন জিনিসের চাহিদা হতে পারে। যেমন সোনা গহনা গাড়ি ইত্যাদির। এছাড়া বছর শেষ হয়ে নতুন বছর পরছে সে ক্ষেত্রে ঘুরতে বেরোতে যাওয়ার প্রবণতা থাকতে পারে। এর ফলে পর্যটন ক্ষেত্রে চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন বছরের শুরুতে যদি এই ধারাবাহিকতা বজায় রাখা যায় তাহলে অর্থনীতি আরও কিছুটা ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.