ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯০০ কোটি, কে পাঠাল এত টাকা?

স্কুল ইউনিফর্মের জন্য সরকার অনুদান দেয়। সেই টাকা এসেছে কি না জানতে বিহারের কাটিহার জেলায় স্টেট ব্যাঙ্কের Centralised Processing Centre(CPC)এ জানতে গিয়েছিল দুই ছাত্র। এদিকে পাসবই আপডেট করতেই কার্যত ভিরমি খাওয়ার জোগাড় ছাত্রদের। লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুসারে তাদের উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্কের পাসবই রয়েছে।  দেখা যায় একজন ছাত্রের অ্যাকাউন্টে ৬০ কোটি টাকা এসেছে। অপর ছাত্রের অ্যাকাউন্টে ৯০০ কোটি টাকা। আর এই বিপুল টাকা অ্যাকাউন্টে দেখে চক্ষু চড়কগাছ ছাত্রদের। এদিকে ছাত্রদের অ্যাকাউন্টে এই বিপুল অঙ্কের টাকার কথা জানতে পেরে ব্যাঙ্কের অন্দমহলেও হইচই পড়ে যায়। ব্রাঞ্চ ম্যানেজার মনোজ গুপ্তা দ্রুত টাকা তোলার ব্য়বস্থাটি বন্ধ করে দেন।

পাশাপাশি ছাত্রদের অ্যাকাউন্টে কীভাবে এত টাকা এল তা নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। ব্য়াঙ্কের পদস্থ কর্তাদেরও এব্য়াপারে জানানো হয়েছে। তবে শুধু ছাত্রদের নয়, খাগারিয়া জেলায় এক গৃহ শিক্ষক রঞ্জিত দাসের অ্য়াকাউন্টেও  সাড়ে ৫ লক্ষ টাকা আচমকাই এসে যায়। ব্যাঙ্কের ভুলেই তাঁর অ্যাকাউন্টে এভাবে এত টাকা এসে যায় বলে অনুমান করা হচ্ছে। তবে ওই টাকা ফেরৎ দিতে অস্বীকার করেন ওই শিক্ষক। তাঁর সাফ কথা সরকার টাকা দিয়েছে। সেই টাকা ব্যাঙ্ক অবৈধভাবে তুলে নিতে চাইছে।ট্রেন্ডিং স্টোরিজ

রঞ্জিত দাস পুলিশকে জানিয়েছেন, কোভিড ও লকডাউন পরিস্থিতিতে সরকার ওই টাকা আমার অ্য়াকাউন্টে পাঠিয়েছে। নানা ধরনের ব্যাঙ্কিং প্রতারণা আজকাল হচ্ছে। সেকারণে আমি টাকা ফেরৎ দিতে চাইনি। তাছাড়া প্রয়োজনে আমি ১ লক্ষ ৬০ হাজার ৯৭০ টাকা খরচও করে ফেলেছি। সরকার টাকা পাঠানোয় আমি খুশি। না হলে আমার খালি অ্যাকাউন্টে এত টাকা আসবে কী করে? মঙ্গলবার রঞ্জিত দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.