মার্কিন হামলায় বাগদাদে খতম কুদ ফোর্সের চিফ জেনারেল সোলেইমানি,আত্মরক্ষা মূলক পদক্ষেপ সাফাই পেন্টাগনের

মার্কিন হামলায় বাগদাদে খতম কুদ ফোর্সের চিফ জেনারেল সোলেইমানি,আত্মরক্ষা মূলক পদক্ষেপ সাফাই পেন্টাগনের

শেষ শুক্রবারে ইরানিয় সমর্থন পুষ্ট সংগঠন কাটাইব হিজবোল্লাহ ইরাকে মার্কিন সেনার উপর অতর্কিতে হামলা চালায় | সেই আঘাতে এক মার্কিন নাগরিক সহ চার সেনা আহত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ইরানের উপর চাপ বাড়াতে থাকে মার্কিন সেনাবাহিনী | এরপর থেকেই লাগাতার আক্রমণে লেগে পড়ে মার্কিন সেনা | শিয়া ‘জঙ্গী’ সংগঠন ইরাকে মার্কিন সেনার উপর ক্রমাগত যে আক্রমণ শানাচ্ছিল তার পাল্টা হিসেবে বাগদাদে শিয়া জঙ্গী সংগঠনের চিফ কাসেম সোলেইমানিকে খতম করে দেয় মার্কিন সেনারা | সে কথা পেন্টাগনের তরফে জানিয়ে বিবৃতি দেওয়া হয় |


সোলেইমানি ইরানিয়ান রেভোলিউশানারি গার্ড কর্পস-কুদস ফোর্স সংগঠনের নেতৃত্বে ছিল | গোটা ইরাকে মার্কিন সেনা আধিকারিক ও সেনাকর্মীদের উপর হামলার ছক কষতে এই শিয়া জঙ্গী নেতা |মার্কিন সূত্রের খবর অনুযায়ী কম করে একশ মার্কিন নাগরিকের হত্যা করেছে এই জঙ্গী নেতার তত্ববধানে |


জেনারেল সোলেইমানি ও তার কুদ ফোর্স ২৭শে ডিসেম্বর ইরাকের মার্কিন দূতাবাসের উপর হামলারও ছক কষেছিল বলে খবর ছিল মার্কিন গোয়েন্দাদের কাছে | মার্কিন সেনার এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপান উতোর | ইসরায়েলেরর সেনাদের সতর্ক করা হয়েছে এই হত্যাকে ঘিরে | কারণ শিয়া এই ‘জঙ্গী’ নেতা সিরিয়ায় আইসিস ও আলকায়দার মত জঙ্গী সংগঠনগুলিকে পরাজিত করেছিল বলে মত অনেকের |


তবে এই হামলা যে করা হবে তা আগে থেকেই বোঝা গিয়েছিল | ২রা জানুয়ারি একটি বিবৃতি দিয়ে মার্কিন ডিফেন্স সেক্রেটারি ডঃ মার্ক টি এসপার গত দুমাসে ইরাক ও সিরিয়াতে মার্কিন প্রশাসেনর উপর ইরানের হামলার খতিয়ান পেশ করে বলেন,তারা বিশ্বের কোথাও মার্কিন নাগরকিদের নির্বিচারে মেরে ফেলাকে মেনে নেবে না | গত শুক্রবারের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে কুদ ফোর্সের উপর আত্মরক্ষা জনিত আঘাত হানতে নির্দেশ দেয় মার্কিন সেনাদের | তারপরই এই মার্কিনের চোখে ‘জঙ্গী’ শিয়া নেতাকে হত্যা করে মার্কিন সেনা বাহিনী |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.