কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম দুই জঙ্গি, এখনো চলছে তল্লাশি অভিযান
দক্ষিণ জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভারতীয় সেনার (Indian Army) এনকাউন্টারে (Encounter) খতম দুই হিজবুল জঙ্গি। পাওয়া তথ্য অনুযায়ী, গোপন সুত্রে খবর পেয়ে সেনা জঙ্গি সাফাই অভিযানে নেমে পড়ে। অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা এখনো জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের সাথে সেনার এখনো গুলির লড়াই চলছে, জঙ্গিদের গুলির জবাবে সেনাও মোক্ষমRead More →