জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন সৌমিত্র, বলতেন ওখানে ‘লবি’ চলে
রবিবার সকালে নিছক একটা মৃত্যু নয়, একটা অধ্যায়ের শেষ পাতাটা লেখা হল। ‘অপু’ ছবির জন্য জহুরির চোখ চিনেছিল রত্ন। বিভূতিভূষণের বিখ্যাত চরিত্রের জন্য এক আনকোরা অভিনেতাকে বেছে নিয়েছিলেন ‘রে।’ সেই শুরু। তারপর ইন্ডাস্ট্রিতে যেন এক মহীরূহের মত ছিল তাঁর উপস্থিতি। ২৫০ ছবিতে অভিনয় করেছেন তিনি। অসুখ করেছে, বয়স বেড়েছে। থামেনিRead More →