চলন্ত স্কুল-গাড়িতে আগুন, ছত্তিশগড়ে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা
ছত্তিশগড়ের ধমতরী জেলায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল| শুক্রবার সকালে ওজস্বী নার্সিংহোমের কাছে রুদ্রী রোডের উপর একটি স্কুল-গাড়িতে (ম্যাজিক গাড়ি) চলন্ত অবস্থাতেই আগুন ধরে যায়| সৌভাগ্যবশত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ওই স্কুল-গাড়িটি|ম্যাজিক গাড়িটি প্রতিদিন আক্রুতি প্লেRead More →