বিজেপিকে সমর্থন করলে বিডিও-আইসিকে দেখে নেওয়ার হুঁশিয়ারি, বিতর্কে বাঁকুড়ার তৃণমূল নেতা
বিডিও এবং পুলিশকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। ছাড়েননি প্রশাসননিক আধিকারিকদেরও। বাঁকুড়ার ব্লক তৃণমূল সভাপতি হৃদয়মাধব দুবে বলেন, ‘বিজেপিকে সমর্থন করলে বিডিও ও আইসিদের দেখে নেওয়া হবে’। বৃহস্পতিবার তৃণমূলের তরফে বাঁকুড়ায় একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি হৃদয়মাধব দুবে। সভা থেকে বিরোধীদের নিশানা করেন তিনি। ছাড়েননিRead More →