করোনা আক্রান্ত মৃতদেহ সৎকারে পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা ও তোষণের রাজনীতি

COVID19 ভাইরাস এর সংক্রমণ ক্রমশ বাড়ছে প্রতিদিন মোটামুটি 15% রেটে সারা দেশে | কেন্দ্র সরকারের স্বাস্থ্য দফতরের তথ্যে সেরকমই প্রকাশ পাচ্ছে | সারা দেশে এখনো পর্যন্ত মৃত্যুর কোলে ঢোলে পড়েছে 11 জন সহ নাগরিক |

আজকে পশ্চিমবঙ্গ মন্ত্রী সভার এক বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে যে , COVID19 দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু হলে হিন্দু মৃতদেহ দাহ কার্য হবে ধাপের মাঠে | আর মুসলিম মৃতদেহ দাহ হবে বাগমারী কবর স্থানে |

এখন প্রশ্ন হলো , যে হিন্দু করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন তার কি দোষ যার জন্য তাকে ধাপার মাঠে যেখানে বেওয়ারিশ লাশ ( unclaimed dead body ) পোড়ানো হয় কুকুর বেড়ালের মতো | এছাড়া মৃতদেহ দাহ এক পবিত্র শেষকৃত্য | পরিবারের লোকেদের ও পক্ষ্যে এই রকমভাবে মৃতদেহ দাহ মেনে নেওয়া সম্ভব নয় |

অন্য দিকে করোনা আক্রান্ত মুসলিম মৃতদেহ কবর দেওয়া হবে জনবহুল বাগমারী কবরস্থানে | এমনিতেও মুসলিম মৃতদেহ যে ভাবে বহন করে নিয়ে আসা হয় সেটা বিজ্ঞানসম্মত নয় | এতে আরো সংক্রমণ ছড়ানোর ভয় থাকে |

আগুনে দাহ করা অনেক বেশি বিজ্ঞানসম্মত | রাজ্য সরকারের / KMC উচিত নিমতলা স্মশান এই পৃথক ভাবে ব্যবস্থা করা | ধাপার মাঠে কুকুর বেড়ালের মতো মৃতদেহ পোড়ানো সম্পূর্ণ অমানবিক |

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর দৃষ্টি আকর্ষণ করবো এই ব্যাপারে তিনি আর একবার বিষয়টি সহানুভূতির সাথে ভেবে দেখুন |

সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা তিনি এই সংকটকালে আমাদের শক্তি প্রদান করুন |

© সচেতনা রুদ্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.