করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের ভূমিকা প্রশংসনীয়। অন্যান্য দেশের তুলনায় অনেক আগেই ভাইরাসের সংক্রমণ রুখে দেবে ভারত। বুধবার বিবৃতি দিয়ে এমনটাই বলল ভারতের চিনা দূতাবাস। তাদের তরফে জানানো হয়েছে, এই লড়াইয়ে ভারতের পাশে থাকতে চায় চিন। চিকিৎসা পদ্ধতি বলে হোক, চিকিৎসার সরঞ্জাম হোক বা আর্থিক দিক দিয়ে, সবরকমভাবে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িতে দিতে চায় চিন।
নয়াদিল্লিতে চিনা দূতাবাসের মুখপাত্র কাউন্সেলর জি রঙ বলেছেন, “চিনা এন্টারপ্রাইজ ভারতকে অনুদান দিতে তৈরি। আরও যতরকম ভাবে সাহায্য দরকার করবে চিন। ভাইরাসের মোকাবিলায় ভারতের পাশে আছি আমরা।”
সঙ্কটের সময় ভারতের পাশে ছিল চিন, বলেছেন জি রঙ। তাঁর কথায়, “চিনে যখন ভাইরাস মহামারী হয়েছিল পাশে ছিল ভারত। সবরকম চিকিৎসার সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে। ভাইরাসের সঙ্গে লড়তে ভারতীয়রা আমাদের সাহায্য করেছে। এবার আমাদের পালা।”