রাম মন্দির নির্মাণ হতে এখনও বহু সময় বাকি, রাম মন্দির নির্মাণ হওয়া পর্যন্ত, অযোধ্যায় রাম জন্মভূমি চত্বরে অবস্থিত মানস ভবনের কাছে অস্থায়ী ভবনে অধিষ্ঠিত করা হল রামলালাকে। অস্থায়ী ভবনে রুপোর সিংহাসনে অধিষ্ঠিত করা হয়েছে রামলালাকে। বুধবার সকালে ব্রহ্ম মুহূর্তে শ্রীরামলালা ধার্মিক বিধির সঙ্গে রুপোর সিংহাসনে অধিষ্ঠিত করা হয়েছে রামলালাকে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টিদের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাঁবু থেকে রামলালাকে বের করে অস্থায়ী ভবনে রুপোর সিংহাসনে অধিষ্ঠিত করেছেন। এছাড়াও রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্টের হাতে ১১ লক্ষ টাকার চেক দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।মন্দির নির্মাণ হওয়া পর্যন্ত, নিজের ভাইদের সঙ্গে রাম জন্মভূমি চত্বরে অবস্থিত মানস ভবনের কাছে অস্থায়ী ভবনেই থাকবেন রামলালা। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম ত্রিপল থেকে নতুন আসনে বিরাজমান।…শ্রী রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের যে স্বপ্ন আমাদের পূর্বপুরুষ, আমাদের শ্রদ্ধেয় সাধুগন দেখেছিলেন, ওই স্বপ্নের সূচনা চৈত্র শুক্ল প্রতিপদ তিথিতে সম্পন্ন হয়েছে। একইসঙ্গে দ্বিতীয় পর্বে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের মন্দির নির্মাণের তিথিও আজ থেকেই শুরু হয়েছে।এদিনের পবিত্রক্ষনে উপস্থিত ছিলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অধ্যক্ষ মনিরাম দাস শিবিরের উত্তরাধিকারী মহন্ত কমল নয়ন দাস শাস্ত্রী, দিগম্বর আখড়ার মহন্ত সুরেশ দাস, শ্রী রাম জন্মভূমি পরিসরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস, ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রী রামলালার পূজার্চনার পর গোরক্ষপুরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
2020-03-25