২০০৭ সালের প্রেমের দিনে ঘটেছিল। আবার ঘটল বুধবার। দেশের রাজধানীর একাংশ যখন জ্বলছে ঘৃণার আগুনে। ২০০৭-এর ১৪ ফেব্রুয়ারির পর ২০২০-র ২৬ ফেব্রুয়ারি। দীর্ঘ বিরতির পর আবার অবাক করল প্রকৃতি। শীতের বিদায় বেলায় বরফ পড়ল দার্জিলিং-এ। ঠিক দার্জিলিং বললে একটু ভুল হবে, তুষার পাত হল টাইগার হিলে। সকাল সাড়ে আটটায় হঠাৎ সূর্যোদয়ের পাহাড় ভরে গেল শীতল রুপোয়। মিহি বরফে ঢেকে গেল চতুর্দিক। টানা পঁয়তাল্লিশ মিনিট চলল তুষারপাত।
খবর রটতে দেরি হল না। স্থানীয় বাসিন্দা তো বটেই ট্যুরিস্টদের জন্যেও এমন দৃশ্য উপরি পাওনা। বরফ ঢাকা টাইগার হিল দেখতে পড়ি কি মরি করে দার্জিলিং থেকে দৌড় দিলেন ছোট বড় সকলে টাইগার হিলের দিকে। এদিন সকাল থেকে দুপুর অবধি বৃষ্টি হল দার্জিলিং-এ। রোদের দেখা মিলল দুপুর আড়াইটের পর। আবার কি পড়বে বরফ? প্রকৃতির মনের ইচ্ছে বুঝতে এখন ব্যস্ত আবহাওয়া বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষও।