এই মুহূর্তে শৈত্যপ্রবাহ চলছে দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে শীতের কামড়। হু হু করে নামছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ঠাণ্ডার পাশাপাশি ঘন কুয়াশার কারণে জনজীবনের বেহাল দশা। প্রবল কুয়াশার জেরে সোমবার ফের ব্যহত হয়েছে ট্রেন ও বিমান চলাচল। ঠিক সময় গন্তব্যে পৌঁছতে পারেনি উত্তর ভারতমুখী ৩০টি দূরপাল্লার ট্রেন। বিমান চলাচলেও এদিন বিঘ্ন হয়েছে। দৃশ্যমানতার অভাবে দিল্লি বিমানবন্দর থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তিনটি বিমান। তবে, বাতিল করা হয়নি কোনও বিমান। সোমবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি ক্যান্টনমেন্ট, দিল্লি রেল স্টেশন-সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত। উত্তর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়াশার কারণে সোমবার ঠিক সময় গন্তব্যে পৌঁছতে পারেনি উত্তর ভারতমুখী ৩০টি দূরপাল্লার ট্রেন। দিল্লি বিমানবন্দর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, একটিও বিমান বাতিল না হলেও, ঘুরিয়ে দেওয়া হয়েছে তিনটি বিমান। ঠাণ্ডা ও কুয়াশাচ্ছন্ন দিল্লির আনন্দ বিহার এবং ওখলা ফেস-২-তে এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল যথাক্রমে-৪৬২ এবং ৪৯৪।
2019-12-30