Genital Injuries from Mobile: মোবাইলে ভয়ংকর বিস্ফোরণ! পুড়ে গেল তরুণের যৌনাঙ্গ, অণ্ডকোষ দু’টি…

ফের ঘটল। এবার এক তরুণের সঙ্গে। 

  

2/6

পকেটে মোবাইল

১৯ বছরের ছেলেটি বাইকে করে যাচ্ছিলেন। তখন তাঁর পকেটের ভিতরে ফাটল মোবাইল।

  

3/6

বাজারে

ছেলেটি তখন বাজার থেকে কিছু কাঁচা আনাজ কিনতে যাচ্ছিলেন। তাঁর প্যান্টের পকেটে ছিল ফোন।

  

4/6

বিস্ফোরণ

  স্থানীয় নাইনওয়াড়া গ্রামের কাছে টোল ট্যাক্সের কাছাকাছি পৌঁছতেই একটা বিস্ফোরণ! ছেলেটি বাইক থেকে উল্টে পড়ে।

  

5/6

যৌনাঙ্গে ‘আগুন’

তখনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, তাঁর যৌনাঙ্গ প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

  

6/6

সেকেন্ডহ্যান্ড

কীভাবে এটা ঘটল। ওই তরুণের ভাই বলছে, কিছুদিন আগেই তাঁরা এই সেকেন্ড হ্যান্ড মোবাইলটি কিনে এনেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.