অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে নামার আগে চাপ বাড়ল অস্ট্রেলিয়ার উপর। পার্থে প্রথম টেস্টে ভারতের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল তারা। এ বার দক্ষিণ আফ্রিকার জয়ের পর তৃতীয় স্থানে নামলেন প্যাট কামিন্সেরা। এই তালিকায় থাকা প্রথম দুই দল ফাইনাল খেলবে। এখন যা পয়েন্ট তালিকার অবস্থা তাতে সেই দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা।
ডারবানে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ১৯১ রান। বেশি রান করতে না পারলেও দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে রাখেন তাঁদের পেসারেরা। প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। মার্কো জানসেন একাই ৭টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৬৬ রান করে ডিক্লেয়ার দেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে শতরান করেন ট্রিস্টান স্টাবস ও অধিনায়ক টেম্বা বাভুমা। শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ২৮২ রানে অল আউট হয়ে যায়। ২৩৩ রানে জিতে দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ থেকে দু’নম্বরে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পাশাপাশি চাপ বেড়েছে শ্রীলঙ্কার উপরেও। এই টেস্টের আগে তারা ছিল তিন নম্বরে। কিন্তু এখন পাঁচ নম্বরে নেমে গিয়েছে তারা।
এখন এক নম্বরে রয়েছে ভারত। ১৫টি টেস্টের মধ্যে ন’টি টেস্ট জিতেছে ভারত। পাঁচটি হেরেছে তারা। একটি ড্র হয়েছে। ভারতের পয়েন্ট ১১০। তাদের পয়েন্টের শতাংশ ৬১.১১। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে। আগের দু’বারই ফাইনাল খেলেছে ভারত। এ বারও সেই সুযোগ রয়েছে তাদের।
দ্বিতীয় স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ন’টি টেস্ট কেলে পাঁচটি জিতেছে তারা। তিনটি হেরেছে। একটি টেস্ট ড্র হয়েছে। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬৪। পয়েন্টের শতাংশ ৫৯.২৫। এখনও ঘরের মাঠে তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ও পাকিস্তানের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে তারা। সেই তিনটি টেস্ট জিততে পারলে ফাইনালে একটি দল হিসাবে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলবে দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৩টি টেস্টের মধ্যে আটটি জিতেছে ও চারটি হেরেছে। তাদেরও একটি টেস্ট ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৫৭.৬৯। অস্ট্রেলিয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আরও দু’টি দল। চার নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড। ভারতকে হারিয়ে তাদের পয়েন্টের শতাংশ বেড়ে হয়েছে ৫৪.৫৫। পাঁচ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৫০.০০।