ফের এটিএম জালিয়াতিতে জেরবার কলকাতা। দু’দিন কয়েক লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে গ্রাহকদের অজান্তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে প্রশাসন। যাদবপুর এবং কড়েয়া থানা এলাকাতে অধিকাংশ ঘটনাগুলি ঘটেছে। এখনও পর্যন্ত ৩০টি অভিযোগ দায়ের হয়েছে। নগর রক্ষকদের মতে, এক রবিবারে কেবলমাত্র যাদবপুর থানাতেই ১৪টি এটিএম প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। সোমবার সকালেও একের পর এক অভিযোগ আসতে থাকে।
বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকদের অভিযোগ, ডেবিট কার্ডের মাধ্যমে তাঁদের টাকা তুলে নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে কেউ ফোন করে ওটিপি নম্বর নেয়নি বা পাসওয়ার্ডও চায়নি। তারপরেও টাকা গায়েব হয়ে যাচ্ছে এটিএম থেকে। গোটা ঘটনায় অন্ধকারে গ্রাহকেরা। অভিযোগ, যাঁদের অ্যাকাউন্টে ১০০০০ থেকে ৩০০০০ টাকা ছিল, সেই টাকাও তুলে নেওয়া হয়েছে। এমত অবস্থায় গ্রাহকদের মধ্যে এটিএম থেকে টাকা তুলে নেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। ভুক্তভোগীরা জানাচ্ছেন, সারাদিন ধরে একের পর এক এসএমএস আসছে ফোনে। দেখা যাচ্ছে ধাপে ধাপে কেউ বা কারা বিপুল অঙ্কের টাকা তুলে নিচ্ছে। টাকার অঙ্ক অনেক ক্ষেত্রেই ছাড়িয়ে গিয়েছে লাখের ঘর।
এদিকে তদন্তকারীদের অনুমান, দিল্লি থেকেই এটিএম প্রতারণা ঘটেছে। এটিএম মেশিনে স্কিমার লাগিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে। তদন্ত নেমেছে পুলিশ।