রসিক বিল – পাখিদের স্বর্গরাজ্য   

Story image

মনে করুন, আপনি রয়েছেন নিরিবিলি কোনো ছায়াময় জগতে। পাখির কূজনে আপনার ঘুম ভাঙে সকালবেলা, রাতে তারায় ভরা আকাশের নিচে যখন শুতে যান, দূর থেকে ভেসে আসে পেঁচার অতিপ্রাকৃত ডাক। রূপকথার রাজ্য বলে মনে হচ্ছে কি? এমনই জায়গা আছে আমাদের বাংলায়। কোচবিহার জেলার রসিক বিল পাখিদের স্বর্গরাজ্য তো বটেই, ভ্রমণার্থীদেরও প্রিয় এক দর্শনীয় স্থান। যারা পাখিদের ছবি তুলতে ভালোবাসেন, এই মনোরম হ্রদে তাঁরা সঠিক দৃশ্যকে ক্যামেরাবন্দি করার জন্য ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন।

মনোরম প্রাকৃতিক পরিবেশ

ছোট্ট এই হ্রদে রকমারি প্রজাতির পাখিরা আনাগোনা করে থাকে। আশপাশের গাছগুলোতে বাসা বানিয়ে তাদের অনেকে সারা বছর থেকে যায়। চারদিকের ছায়ালু গাছ এবং অরণ্য জায়গাটাকে বেশ নিরিবিলি করে রেখেছে। শীতকালই এখানে ভ্রমণের উপযুক্ত সময়। নানা ধরনের পরিযায়ী পাখির দেখা মেলে তখন। গরমকালে আশেপাশের অন্যান্য জায়গার থেকে এই অঞ্চল বেশি ঠান্ডা থাকে। বর্ষাকালে অবশ্য সাপেদের চলাফেরা বেড়ে যায়। এছাড়া বৃষ্টির মধ্যে হ্রদের ধারে বেশিক্ষণ বসে থাকা কষ্টকরও বটে। 

নানা রকম পাখির দেখা মেলে এখানে

ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য এই রসিক বিল 

রসিক বিলে নানা ধরনের রংবেরং-এর পাখি – যেমন করমোরেন্ট, বিভিন্ন রকমের সারস, আইবিস, স্পুনবিল, মাছরাঙা, টিয়া ঘুরে বেড়াতে দেখবেন আপনি। হরিণ উদ্যান এবং কুমির ও ঘড়িয়াল পুনর্বাসন কেন্দ্র আছে এখানে। এছাড়া রয়েছে চিতাবাঘ ঘর, অজগর ঘর, পক্ষীশালা এবং কচ্ছপ উদ্ধার কেন্দ্র। শীতকালে ঝাঁকে ঝাঁকে চলে আসে পরিযায়ী পাখিরা। যেমন ছোটো সরাল, বালি হাঁস, সাদা চোখের পোচার্ড, খুন্তেহাঁস, পিনটাইল, বুনো হাঁস, ধূসর মাথার টিটির, উত্তুরে টিটির, দাগওয়ালা মাছরাঙা, সারসের মতো ঠোঁটওয়ালা মাছরাঙা, ছোটো নীল মাছরাঙা, ছোটো করমোরেন্ট, বড়ো করমোরেন্ট, পিং হাঁস এবং আরও নানা প্রজাতির পাখি।

শীতকালে ঝাঁকে ঝাঁকে আসে পরিযায়ী পাখিরা 

রসিক বিলের চারদিক অরণ্যে ঘেরা। গাড়িতে এক ঘণ্টায় পৌঁছনো যায় রায়ডাক বনে। জায়গাটির সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে রায়ডাক নদী। বর্ষাকালে এই নদী ফুলেফেঁপে ওঠে। রসিক বিল থেকে আপনি আলিপুর দুয়ারেও ঘুরে আসতে পারবেন। যা মাত্র ৩০ কিলোমিটার দূরে। আর প্রায় ৪০ কিলোমিটার দূরে কোচবিহার শহর। সেখানকার বিখ্যাত রাজবাড়ি এবং মদনমোহন মন্দির দেখে আসতে ভুলবেন না। এছাড়া দেখে আসতে পারেন বক্সা ব্যাঘ্র প্রকল্প। কাছেই রয়েছে বাংলা-আসাম সীমান্তের শহর কামাখ্যাগুড়ি।

কীভাবে যাবেন

হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে আপনাকে উত্তরবঙ্গে যেতে হবে রেলপথে। নিউ কোচবিহার রেল স্টেশনে নেমে রসিক বিল যাওয়ার গাড়ি ভাড়া করতে হবে। রসিক বিলের দূরত্ব নিউ কোচবিহার স্টেশন থেকে ৩৫ কিমি, যেতে ২ ঘণ্টার মতো সময় লাগবে। এছাড়া শিলিগুড়ি থেকে জাতীয় সড়ক ৩১ ধরে আলিপুরদুয়ার যেতে পারেন। সেখান থেকে চলে যান রসিক বিল। কোচবিহার শহর থেকেও রসিক বিল যাওয়ার গাড়ি ভাড়া পাওয়া যায়। বিমানপথে বাগডোগরা নামলেও রসিক বিল যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। আপনি যদি কলকাতা থেকে সড়কপথে রসিক বিল যেতে চান, তার পথনির্দেশের মানচিত্র দেওয়া রইল –

https://www.google.com/maps/embed?pb=!1m24!1m8!1m3!1d7421343.843012828!2d88.340525!3d24.737073!3m2!1i1024!2i768!4f13.1!4m13!3e0!4m5!1s0x39f882db4908f667%3A0x43e330e68f6c2cbc!2sKolkata%2C%20West%20Bengal!3m2!1d22.572646!2d88.363895!4m5!1s0x39e28a7d810e8f75%3A0xba3c1c03a062ef3b!2sRasikbil%2C%20West%20Bengal!3m2!1d26.4102934!2d89.7356484!5e0!3m2!1sen!2sin!4v1602934384291!5m2!1sen!2sinসড়কপথে কলকাতা থেকে রসিক বিল যাওয়ার পথনির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.