সংরক্ষণ নিয়ে অনেকেই অনেক কথা বলেন l কেউ পক্ষে, কেউ বিপক্ষে l কিন্তু যারা মাঝখানে আছেন? এখন মাঝখানে আবার কারা? স্বাধীনতার পর SC ST দের কোটা চালু হয় এবং ১৯৯০ তে চালু হয় OBC দের l ২৭% সংরক্ষণ l আসমুদ্র হিমাচল চালু হয় l কিন্তু বাদ শুধু দুটি রাজ্য l

জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ l

জ্যোতি বসু ঘোষণা করেন তাঁর ১৩ বছর রাজত্বে এতটাই উন্নতি হয়েছে বাংলার যে কেউ OBC নেই l মণ্ডল কমিশানে থাকা ১৫০ টি পদবির মানুষ বঞ্চিত হয় সরকারি চাকরি থেকে l যার মধ্যে মাহিষ্য, গোয়ালা, সদগোপ, তিলি, বানিয়াদের বড় অংশ আছেন l

এই সামাজিক অন্যায় আরও বাড়ালেন জ্যোতি বসুর উত্তরসূরী বুদ্ধদেব ভট্টাচাৰ্য l ২৭% এর বদলে আনলেন ১৭% কোটা l যার ১০% শুধু মুসলিমদের জন্য l এর নাম OBC A l বাকী ৭% এ আছেন হিন্দু এবং মুসলিম দুজনই l নাম OBC B l বাকী ১০% রেখে দেয়া হয়েছে ভবিষ্যৎ রাজনীতির লাভের গুড় খাওয়ার জন্য l ২০২১ এ তৃণমূল বলেছিলো, মাহিষ্যদের জন্য কোটা দেবে l কিন্তু মুসলিম ভোটের কথা ভেবে ভোটের পর আবার চুপ করে যায় l

আজকের দিনে রেলের স্টেশন মাস্টার, ব্যাংকের ম্যানেজার পোস্টে আমরা যে সব বিহারি বা উড়িয়াদের দেখি তাঁদের একটা বড় অংশ ওঁদের OBC রা l কিন্তু বঞ্চিত হয়েছে বাঙালী OBC রা l
এর আগে ভূমিসংস্কার এবং ইন্দিরা গান্ধীর জাতীয়করণ নীতিতে মার খায় বাঙালীরাই, যার মধ্যে বড় অংশ এই OBC রা l একসময় গুইন, শীল, মল্লিক, রায় মল্লিক, নস্কর, বসাকরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের সঙ্গে কোটি কোটি টাকার ব্যবসা করেন l ইন্দিরা গান্ধী ব্রিটিশদের ব্যবসা লাইসেন্সপ্রাপ্ত দেশী অসৎ ব্যাবসায়ীদের হতে তুলে দিলে, এঁদের অধিকাংশ ব্যবসা ছেড়ে ধরেন চাকরি l গ্রামে মাইতি, ঘোষরা হারালেন তাঁদের চাষের জমি (অপারেশন বর্গা )l চলে এলেন কলকাতা বা দিল্লীতে l পুকুর থাকলেও নেতাদের অত্যাচারে মাছ চাষের উপায় নেই l এমন অবস্থায় OBC কোটা তাঁদের যে অক্সিজেন দিতে পারতো, সেটাও সরিয়ে নেয়া হল সংখ্যালঘু ভোটের আশায় l কিন্তু সবচেয়ে বড় অন্যায় করেন বুদ্ধদেব ভট্টাচাৰ্য, যিনি এই কোটা তুলে দেন সংখ্যালঘুদের l

এখনই ৩ কোটি হিন্দু বাঙালীদের OBC কোটা দেয়া প্রয়োজন, যাতে আইএএস, আইপিএস, রেল, ব্যাংক থেকে IIT IIM তে আমাদের হিন্দু বাঙালীদের প্রতিনিধিত্ব বাড়ে l

সঙ্গে প্রয়োজন সমাজে রেজিমেন্টেশন l অনুশীলন সমিতি /যুগান্তর/ব্রতচারী আন্দোলনের ধাচে l যাতে ওই সফল মানুষরা সমাজের মানুষকে কাজ/ব্যবসার সুযোগ করে দিতে পারে l যেটা মাড়োয়ারি, গুজরাটি, সিন্ধি বা দক্ষিনীদের সমাজে পাওয়া যায় l

কিন্তু প্রথম ধাপ হিন্দু বাঙালীদের OBC কোটা দেয়া l ১৭% থেকে ২৭% কোটা এবং মণ্ডল কমিশন অনুযায়ী তিন কোটি হিন্দু বাঙালীকে সেই সুযোগ দেয়া l কোন A বা B নয় l কোটা ভাল না খারাপ সেই বিতর্কে গিয়ে শুধু হিন্দু বাঙালীকে বলির পাঠা বানিয়ে লাভ নেই l

সুদীপ্ত গুহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.