গত ২৩ অক্টোবর, ২০২২ তারিখে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (Indian Space Research Organisation, ISRO) সবচেয়ে ভারী রকেট LVM3-M2/OneWeb India-1-কে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। যেটির মাধ্যমে ৩৬ টি ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট স্থাপন করা হয়। এমতাবস্থায়, ঠিক ছিল যে চলতি বছরের শুরুর মধ্যে আরও ৩৬ টি উপগ্রহ পাঠানো হবে। এবার সেই দিনক্ষণ সামনে এসেছে।
।জানা গিয়েছে যে, আগামী ২৬ মার্চ, ২০২৩ অর্থাৎ রবিবার সকাল ৯ টায় শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে ISRO-র সবথেকে ভারী রকেটকে। পাশাপাশি, এই বছরে প্রথমবার এই রকেটটিকে উৎক্ষেপণ করা হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে রকেটটিকে লঞ্চ করা হবে। যেটির নাম হল লঞ্চ ভেহিক্যাল মার্ক-3 (LVM3)।
.এর আগে এই রকেটটি GSLV Mk III নামে অভিহিত হত। এটি ব্রিটিশ স্টার্ট-আপ সংস্থা OneWeb-এর ৩৬ টি স্যাটেলাইটকে বহন করবে। পাশাপাশি, ভারতী এন্টারপ্রাইজ অর্থাৎ এয়ারটেল কোম্পানি এই সংস্থার শেয়ারহোল্ডার। ইতিমধ্যেই ভারতী এয়ারটেল ভারত সহ আরও একাধিক দেশে ইন্টারনেট পরিষেবার জন্য OneWeb-এ প্রচুর বিনিয়োগ করেছে। এমতাবস্থায়, এই মিশনটির নাম দেওয়া হয়েছে LVM3-M3/OneWeb India-2 Mission।জানা গিয়েছে, রকেটটির ক্রায়ো স্টেজ, ইকুইপমেন্ট এবং অ্যাসেম্বল সম্পন্ন হয়েছে। এমতাবস্থায়, স্যাটেলাইট গুলিকে রকেটের উপরের অংশে স্থাপন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, OneWeb-এর সঙ্গে ISRO-র দু’টি লঞ্চের বিষয়ে চুক্তি হয়েছিল। যার মধ্যে একটি গত বছর সম্পন্ন হয়েছে এবং আরেকটি হতে চলেছে।স্যাটেলাইটগুলিকে পৃথিবীর নিন্ম কক্ষপথে স্থাপন করা হবে। মূলত, এগুলি হল ব্রডব্যান্ড কমিউনিকেশন। যার নাম হল OneWeb Leo। এদিকে, এটি হল LVM3 রকেটের দ্বিতীয় বাণিজ্যিক উড়ান। এর আগে এই রকেট মারফত Chandrayaan-2, GSAT-2 এবং GSAT-1 লঞ্চ করা হয়েছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই রকেটের উৎক্ষেপণ সফলতা হল ১০০ শতাংশ।এই প্রসঙ্গে জানিয়ে রাখি, LVM3 রকেটের সাহায্যে ৪,০০০ কেজি ওজনের স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব। এই রকেটের ওজন হল ৬.৪০ লক্ষ কেজি। পাশাপাশি, রকেটটির উচ্চতা ১৪২.৫ ফুট। এদিকে, স্যাটেলাইটকে লোয়ার আর্থ সাবমিটে স্থাপনের ক্ষেত্রে এই রকেট ১০ হাজার কেজি পর্যন্ত স্যাটেলাইট বহন করতে সক্ষম।