মেঘের পরতের মধ্যেই হালকা রোদ গায়ে মেখে সূচনা হল দেবী পক্ষের। কিন্তু বৃষ্টি থেকে রেহাই নেই। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মহালয়ার আগের দিন থেকেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে পুজো মণ্ডপের উদ্বোধন। এরপর ষষ্ঠী পর্যন্ত প্রতিদিনই প্রায় চলবে পুজোর উদ্বোধন। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যাবে ঠাকুর দেখার হিড়িক। তারমধ্যে বৃষ্টি পূর্বাভাস আনন্দ মাটি করতে পারে। আহওয়া দফতর দানিয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। সেকারণে পুজোর কটা দিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। শহরতলিগুলিতেও বৃষ্টি হবে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরের আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।