বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোলি পালন করা যাবে না, এমনই কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল কতৃপক্ষের তরফে। শুধু তাই নয়, যারা নিষেধাজ্ঞা অমান্য করে হোলি পালন করবেন, তাদের শাস্তি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। কিন্তু সেসব নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে ক্যাম্পাসের ভিতরে জমজমাট হোলি পালন করলেন বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রছাত্রীরা।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোলি উদযাপন করতে সমস্ত আয়োজন সম্পন্ন করেন ছাত্রছাত্রীরা। আনা হয় ডিজে। সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে হোলি খেলায় মেতে ওঠেন ছাত্রছাত্রীরা। পুরো জমজমাট ভাবে হোলি উদযাপন করেন ছাত্রছাত্রীরা।
অনেকে বলছেন যে অতীতে ছাত্রছাত্রীরা এমন জমজমাট হোলি কখনও পালন করেনি। কিন্তু ভাইস চ্যান্সেলর সুধীর জৈনের জারি নিষেধাজ্ঞার পরই ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জমজমাটভাবে হোলি উদযাপন করার সিদ্ধান্ত নেন। কারণ সুধীর জৈন অতীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন করেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত 3 তারিখ একদল ছাত্রছাত্রী নিষেধাজ্ঞার প্রতিবাদে প্রতীকী হোলি উদযাপন করছিলেন। একে অপরকে রং মাখিয়ে ও জামাকাপড় ছিঁড়ে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছিলেন। তবে সে সংখ্যা ছিল খুবই নগণ্য।