এবার সমুদ্রপথে আন্দামানে ঢোকার চেষ্টা করল ৬৯ জন রোহিঙ্গা। প্রত্যেককেই আটক করেছে পুলিশ। তবে ধরা পড়তেই রোহিঙ্গারা দাবি করে, তাঁরা আন্দামানে যেতে চাননি। জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে আন্দামানে আসতে বাধ্য হয়েছেন।
সকাল সাড়ে দশটা নাগাদ কার নিকোবর দ্বীপের মালাক্কা জেটিতে ‘মা বাবার দোয়া’ নামে একটি বাংলাদেশি নৌকা এসে পৌঁছায়। সেই নৌকায় থাকা সমস্ত লোকজনকে আটক করে কোস্ট গার্ড। তাদেরকে আটক করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।
জেরায় ধৃতরা জানায় যে দুই সপ্তাহ আগে তাঁরা বাংলাদেশের শরণার্থী শিবির ছেড়ে নৌকায় করে সমুদ্রে পাড়ি দেয়। কিন্তু খারাপ আবহাওয়া এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে আন্দামানে আসতে বাধ্য হয়। তবে তাঁরা ঠিক কোথায় যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন, ত অবশ্য জানা যায়নি।
খবর অনুযায়ী, ধৃতদের মধ্যে ১৯ জন পুরুষ, ২২ জন মহিলা এবং ২৮ জন শিশু রয়েছে। পরে কোস্ট গার্ডের তরফে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা হয় এবং প্রয়োজনীয় খাদ্য ও পানীয় দেওয়া হয়। পাশাপাশি দ্বীপের মধ্যে থাকা জেটিতে নজরদারি বাড়িয়েছে কোস্ট গার্ড এবং সাধারণ মানুষের জন্য জেটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।