বিহারের জনতা দল ইউনাইটেডের এক নেতার নাম খবরের শিরোনামে। সেনা কেন্দ্রীক বিতর্কিত মন্তব্যের জন্য বর্তমানে তাঁর নাম সমালোচনার কেন্দ্রে। প্রাক্তন বিধান পরিষদের সদস্য গুলাম রসুল বেলায়াভির দাবি, “মোদি যদি পাকিস্তানকে ভয় পান, তাহলে তাকে শায়েস্তা করতে হলে ভারতীয় সেনার ৩০ শতাং মুসলমানকে নিয়োগ করতে হবে”।
জেডিইউ নেতা গোলাম রসুল দাবি করেন, “যদি প্রধানমন্ত্রী মোদি ভয় পান পাকিস্তানকে, তাহলে তাঁর উচিত সেনাবাহিনীতে ৩০ শতাংশ মুসলমানদের নিয়োগ করা। তাঁরাই একমাত্র পাকিস্তানকে জবাব দিতে পারে”। তিনি এখানেই থামেননি। তাঁর আরও সংযোজন, “পাকিস্তান যখন মিসাইল নিয়ে ভারতকে হুমকি দিচ্ছিল, তখন নাগপুর থেকে কোনও বাবা তার উত্তর দেননি। যিনি উত্তর দেন তিনি একজন মুসলমান মানুষই। তিনি এপিজে আব্দুল কালাম”।
জেডিইউ নেতা গোলাম রসুলের মন্তব্যে উঠে আসে ইরাদা-ই শহরিয়ার প্রসঙ্গও। বাবা রামদেব ভারতীয় নন। তাঁর সঙ্গে লস্কর–ই–তৈবার যোগ রয়েছে”। একইসঙ্গে পতঞ্জলির উপরে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন করেন, “বাবা রামদেবের বিরুদ্ধে তদন্ত করা উচিত। কিভাবে বাবা রামদেব এত সম্পত্তির মালিক হল?