আজব দাবি করলেন জমিয়েত উলেমা হিন্দের প্রধান মহমুদ মাদানি। তাঁর দাবি, ইসলামই সবচেয়ে পুরনো ধর্ম। শুধু তাই নয়, ভারতে ইসলাম বাইরে থেকে আসেনি বলেও দাবি করেন তিনি। বলেন, ‘ভারত হল মুসলিমদের প্রথম নবীর দেশ’।
দিল্লির রামলীলা ময়দানে চলছে জমিয়তের সভা। এই সভাতেই বক্তব্য রাখেন জমিয়তের প্রধান মহমুদ মাদনী। তিনি বলেন, ‘ভারত আমাদের দেশ। এই দেশ যতটা নরেন্দ্র মোদি এবং মোহন ভাগবতের ঠিক ততটাই মহমুদেরও। না মহমুদ তাঁদের থেকে এক ইঞ্চি আগে রয়েছে, না তারা মহমুদের থেকে এক ইঞ্চি আগে রয়েছে।’
এদিন মহমুদ আরও দাবি করেন, ‘ভারত হল আল্লাহর প্রথম পয়গম্বর আব্দিল বশর সইদালা আলমের ভূমি। ভারত মুসলমানের প্রথম মাতৃভূমি। মুসলমান ভারতের বাইরে থেকে এসেছে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলাম এই দেশেরই ধর্ম। ইসলাম সবচেয়ে পুরনো ধর্ম।’ ভারত হিন্দি ভাষার মুসলমানদের জন্য সবচেয়ে ভালো দেশ বলেই এদিন দাবি করেন মহমুদ মাদনী।
এরই পাশাপাশি মদানী অভিযোগ করে বলেন, ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচার অনেক বেড়ে গিয়েছে। তাই এই বিষয়ে আইন তৈরি করা দরকার বলে মনে করেন তিনি। মুসলিমদের বিরুদ্ধে হিংসা ছড়ানো হচ্ছে। এছাড়া বিভিন্ন শক্তি গোটা দেশে ইসলামোফোবিয়াকে উস্কানি দিচ্ছে বলেও মনে করেন জমিয়েত প্রধান।