এক সপ্তাহের মধ্যে দুিট বিমানে এমন ঘটনা ঘটেছে। দিল্লি থেকে তিরুঅনন্তপূরমগামী এয়ার ইন্ডিয়ার বিমান ওড়ার পর পরই প্রবল ঝাঁকুনি শুরু হয়। ১৭২ জন যাত্রী ছিলেন তাঁকে। প্রবল ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
তাঁদের কিছু না হলেও বিমানের অন্তর পুরো লন্ডভন্ড অবস্থা হয়েছে। প্রবল ঝাঁকুনিতে আহত হয়েছেন বিমানের দুই কেবিন ক্রু। যদিও নিরাপদেই বিমানটি অবতরণ করে। তবে বিমানে কোনও গলদ রয়েছে কিনা সেটা এখনও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়নি।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে বিজয়ওয়াড়াগামী বিমানে। ১৭ সেপ্টেম্বর। মাঝ আকাশে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে পড়ে যায় বিমানটি। তাতে প্রবল ঝাঁকুনির সৃষ্টি হয় বিমানে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সেখানেও কোনও যাত্রী হতাহত হয়নি। তবে বিমানের ভেতরের একেবারে লন্ডভন্ড দশা হয়েছি। ছবিতে দেখা গিয়েছে খাবার ট্রে থেকে শুরু করে একাধিক সামগ্রি করিডরে ছড়িয়ে পড়ে রয়েছে। পুরো ঘটনায় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও কারণ জানানো হয়নি।