ফের জয় শ্রীরাম বিতর্ক। এবার বাংলার মাটিতে জয় শ্রীরাম বললে গাছে বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূল মুখপাত্র দেবু টুডু। এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপি বলছে, তাহলে কি বাংলার মাটিতে প্রভু রামের নাম নেওয়া নিষিদ্ধ।
পূর্ব বর্ধমানের মেমারির সাতগাছিয়ায় এক দলীয় সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল পরিষদের সহ-সভাপতি দেব টুডু। সেই সভায় বক্তব্য রাখতে গিয়েই বিপাকে তৃণমূল নেতা। এদিন সভার প্রথম থেকে শেষ পর্যন্ত রাজ্যের বিরোধী দলগুলোকে একহাত নেন দেবু টুডু। এরপরই হঠাৎই কথা বলেন ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে।
প্রকাশ্য সভামঞ্চ থেকে দেবু টুডু বলেন, ‘১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্র। বাংলার টাকা তুলে নিয়ে যাচ্ছে দিল্লি, আর বাংলার মানুষের প্রাপ্য ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র। আমরা তৃণমূল কর্মীরা চুড়ি পড়ে বসে নেই। কোনও বিজেপি নেতা কর্মী যদি ‘জয় শ্রীরাম’ বলে তাদের ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন। কোনও ঝান্ডা লাগাতে দেবেন না। তাদের বলুন আগে ১০০ দিনের পাওনা টাকা মেটান, তারপর অন্য কথা।’
তৃণমূল নেতার এহেন মন্তব্যের পরই শুরু হয়েছে তরজা। শোরগোল পড়ে গেছে রাজনীতির অন্দরে। কড়া ভাষায় টুডুর এই বেফাঁস মন্তব্যের নিন্দা করেছে গেরুয়া বাহিনী। আগামী পঞ্চায়েত নির্বাচনে জনসাধারণ এসব তৃণমূলী নেতাদের যোগ্য জবাব যোগ্য দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে বঙ্গ বিজেপি।