বাংলায় ভোট মানেই রক্তপাত। মারামারি, খুনোখুনি হবেই। এটাই যেন ভবিতব্য। ঘাটালের তৃণমূল সাংসদ দেব বরাবরই রাজনীতিতে হিংসার বিরুদ্ধে। এই নিয়েই এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দেব। বললেন, ‘রক্তপাতহীন রাজনীতিই কাম্য’। এর পাল্টা দিলেন তাঁরই সতীর্থ তথা মমতা সরকারের মন্ত্রী শিউলি সাহা।
দেব সম্প্রতি মিঠুন চক্রবর্তীর সঙ্গে সিনেমা করেছেন। বিজেপির মিঠুন আর তৃণমূলের দেবের সেই সিনেমা নন্দনে জায়গা না পাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, দেব নিজেও সেই বিতর্ক উস্কে দিয়েছিলেন।
তারপর এদিন ঘাটালে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘আমি আর মিঠুনদা যদি বাবা ছেলের মতো থাকতে পারি তাহলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষরা কেন লড়াই করছে! রাজনীতি মানে মানুষের পাশে থাকা, আপদে বিপদে থাকা।’
এর কয়েক ঘণ্টা পরেই শিউলি যেন দেবকে স্মরণ করিয়ে দিতে চাইলেন, বাস্তিবের মাটির রাজনীতি আর সিনেমা এক জিনিস নয়। এদিন কেশপুরের তৃণমূল বিধায়ক বলেন, ‘দেব আর মিঠুনদা অভিনয় জগতে বাবা-ছেলে হয়েছেন। সিনেমা জগতে বাবা-ছেলে হওয়া সহজ। বাস্তবের মাটিতে দুটো বিপরীত ধর্মী মতবাদ, আদর্শকে সামনে রেখে বাবা-ছেলে হওয়া যায় না।’