বারানসী ও হরিদ্বারের আদলে বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতি ও পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চেয়েছিল বিজেপি। কিন্তু এখনও সেই অনুষ্ঠানের অনুমতি দেয়নি পুলিশ। এই নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করল বিজেপি নেতৃত্ব। তাঁদের প্রশ্ন, ‘হিন্দুদের এত ঘৃণা কেন করেন মমতা’?
মঙ্গলবার সন্ধ্যায় এই অনুষ্ঠান হওয়ার কথা। গোটা অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে বঙ্গ বিজেপির ‘নমামি গঙ্গে’ শাখা। উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ বিজেপির একাধিক নেতা।
এদিন বেলা অবধি পুলিশি অনুমতি মেলেনি। যা নিয়ে সরব বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘গঙ্গা আরতি নিয়ে আপত্তির কারণ বিজেপির ভূত। বিজেপি আতঙ্কে ওরা ঘুমাতে পারছে না। যারা রাষ্ট্রবাদী, সনাতন সংস্কৃতির ধারক বাহক, তাদেরকে বাধা দেওয়াই এদের কাজ। পুলিশ বলে কিছু নেই’।
কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদারও। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, ‘বিজেপির গঙ্গা আরতির অনুমতি দেয়নি পুলিশ। হিন্দুদের প্রতি এত ঘৃণা কেন’?
এদিকে অনুমতি না থাকায় বাবুঘাটে বাঁধা বিজেপির মঞ্চ খুলে দেয় পুলিশ। তাদের দাবি, আপাতত রাজ্যে জি-২০ সম্মেলন ও গঙ্গাসাগরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তাই গঙ্গাসাগরের পর বিজেপিকে পুনরায় আবেদন করতে বলা হয়েছে।