বিরল ঘটনা। এসসি/এসটি আইনে বাবা-মার সঙ্গে জেলে পাঠানো হল ৬ বছরের শিশুকেও। উত্তরাখণ্ডের তেহারি জেলা আদালতের ঘটনা। যদিও ওই দম্পতির অভিযোগ, নিজেদের পৈতৃক সম্পত্তি বিক্রি করতে রাজি না হওয়ায় তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ল্যান্ড মাফিয়ারা। এই মর্মে তাঁরা জামিনের আবেদনও করেছিলেন। কিন্তু বিচারপতি রাজি হননি।
৬ জানুয়ারি, শুক্রবার একটি জমি বিবাদের ঘটনার চার্জশিট পেশ হয় তেহরি জেলা আদালতে। চারজনের পরিবারের সকলকেই জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি। পরিবারের একমাত্র নাবালক ৬ বছরের শিশু পূত্রকেও জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরিবারের সকলে জেলে গেলে শিশু পুত্র একা বাড়িতে থাকবে, তাই তাকেও তাঁর মায়ের সঙ্গে জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি।
উল্লেখ্য, জমি বিবাদের মামলায় পুলিশ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৫৪, ৩৯২, ৫০৬ এবং এসসি/এসটি আইনে মামলা দায়ের করে পুলিশ। যে পাঁচজনকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি, তাঁরা হলেন লক্ষী দেবী, সীতা দেবী, অমিত, অতুল এবং ৬ বছর বয়সী অভিনব।
পরিবারের অভিযোগ, ল্যান্ড মাফিয়াদের কাছে মাথানত না করার কারণে তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশ তাদের কোনও কথা না শুনেই কোনও কিছু খতিয়ে না দেখেই দ্রুত চার্জশিট পেশ করেছে। পুলিশ ও ল্যান্ড মাফিয়া চক্র মিলিতভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ওই পরিবারের।