চলতি সপ্তাহে মঙ্গলবারে একাধিক টুইটের মাধ্যমে রাজ্য সরকারকে কটাক্ষের তীরে বিদ্ধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে ‘দেউলিয়া’ তকমা দিয়ে তিনি রাজ্য সরকারের ত্রিস্তর পঞ্চায়েতের অফিসগুলির আর্থিক দশা বর্ণনা করলেন।
শুভেন্দু টুইট করে সতর্ক করেন যে, “রাজ্য সরকারকে কোনওরকম সাহায্য ও অনুদান দেওয়ার আগে কেন কেন্দ্রীয় সরকারের সতর্কতা অবলম্বন করা উচিত, তার আরও একটি বৈধ কারণ দেখিয়ে দিলেন রাজ্য সরকারের আধিকারিকরা”।
শুভেন্দু টুইট করে লেখেন, “আধিকারিকদের চিঠিতে বোঝানো হয়েছে; রাজ্যজুড়ে পঞ্চায়েত অফিসগুলির বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য। বলা হচ্ছে, এটি শুধুমাত্র ডব্লিউবিএসইডিসিএল (WBSEDCL) -এর আর্থিক ভারই কমাবে না, সেই সঙ্গে সরকারি বকেয়া পরিশোধের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সহায়তা পাওয়ার জন্যও এটি একটি “প্রয়োজনীয় সম্মতি” হিসেবে গণ্য হবে”।