১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে ভারত স্বাধীন হল। সেই সময় আন্তর্জাতিক এবং ভারতীয় সংবাদপত্রগুলি কীভাবে সংবাদটিকে পরিবেশন করেছিল? আসুন সেই স্মৃতি আরেকবার রোমন্থন করি।
১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে ভারতের স্বাধীনতা এমন একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল যে এটি আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদপত্রের প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল।
দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে ডেইলি টেলিগ্রাফ (ইউকে), বিশ্বের সমস্ত বড় সংবাদপত্র ব্রিটিশ শাসনের তথা সাম্রাজ্যবাদ থেকে ভারতের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছিল। এটি এমন একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল যে ,এটি সংবাদপত্রের প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল। যদিও সংবাদ প্রকাশনা কেবলমাত্র শুধুমাত্র উদযাপনের দিকেই ছিল না, বরং দেশভাগ থেকে আসা রক্তপাতের কথাও বলেছিল।






https://www.newsbharati.com/Encyc/2022/8/14/Looking-Back-At-How-International-Indian-Newspapers-Covered-India-s-Independence-From-British-In-1.html



https://www.newsbharati.com/Encyc/2022/8/14/Looking-Back-At-How-International-Indian-Newspapers-Covered-India-s-Independence-From-British-In-1.html