এবার ভারতেই লেটেস্ট ডিজাইনের আইফোন তৈরি করবে অ্যাপল। এতদিন শুধু চিনেই উৎপাদন হত। এবার চিনের সঙ্গে ভারতেও আইফোন ১৪ সিরিজ তৈরি হবে। এ কথা জানিয়েছেন অ্যাপল বিশেষজ্ঞ মিং-চি কুয়ো। এই খবর সত্যি হলে এই প্রথম ভারতে লেটেস্ট জেনারেশনের স্মার্টফোন তৈরি করবে অ্যাপল।
কুয়ো জানিয়েছেন আগে লেটেস্ট জেনারেশনের আইফোন চিনের বাইরে উৎপাদন করতে কয়েক মাস সময় লেগে যেত। আইফোন১৩ লঞ্চের সময়ও শুধু চিন থেকেই এই ফোন উৎপাদন হতো। লঞ্চের প্রায় মাস তিনেক পর ভারতে আইফোন১৩ সিরিজ উৎপাদন শুরু হয়েছিল। চলতি বছর এপ্রিলে ভারতে এই ফোন তৈরি শুরু করেছিল ফক্সকন। প্রসঙ্গত, ফক্সকন তাইওয়ানের সংস্থা। এরা অ্যাপলকে আইফোন উৎপাদনে সাহায্য করে।
তবে চিনে তৈরি আইফোন ১৪ গোটা বিশ্বে রপ্তানি হলেও ভারতে তা হবে না। ভারতে তৈরি আইফোন ১৪ সিরিজের ফোনগুলো দেশের মধ্যেই বিক্রি হবে। কুয়ো জানিয়েছেন চিনের থেকে ভারতে পরিমাণে অনেক কম আইফোন উৎপাদন শুরু হলেও ভবিষ্যতে চিন থেকে উৎপাদন সরিয়ে নিয়ে আসতে এটা বড় পদক্ষেপ অ্যাপেল -এর। কুয়ো জানিয়েছেন এই সিদ্ধান্তের ফলে ভারতে সাপ্লাই চেনে দেশের গণ্ডির সমস্যা থেকে মুক্তি মিলবে।