অবৈধভাবে সরকারি জমি দখল করে বানানো হয়েছিল মাদ্রাসা। অভিযোগ মিলতেই বুলডোজার দিয়ে মাদ্রাসা গুঁড়িয়ে দিল যোগী সরকার। উত্তর প্রদেশের আমরোহের ঘটনা।
জানা গিয়েছে, আমরোহা জেলার রহড়া থানা এলাকার জেবড়া গ্রামের ওই জমিতে গজিয়ে উঠেছিল মাদ্রাসা। গ্রামবাসীদের অভিযোগ, পূর্বে ওই জমি ফাঁকাই পড়ে থাকতো। গ্রামবাসীরা ওই জমিতে গরু চরাতেন। কিন্তু ধীরে ধীরে কিছু লোকের আনাগোনা বাড়তে থাকে ওই জমিতে। প্রথম দিকে ওই জমিতে নামাজ পড়া হত। তারপর একটি ছোট ঘর নির্মাণ করে মাদ্রাসার কাজ শুরু হয়। পরে ধীরে ধীরে বড় ঘর নির্মাণ করে পুরোপুরি মাদ্রাসা চালু করা হয়।
গ্রামবাসীদের আরও অভিযোগ ছিল যে ঐ জমির একটি অংশকে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা চলছিল। সেখানে নিয়মিত নামাজ পড়া হত। ঐক্যবদ্ধভাবে জেলা প্রশাসনের কাছে এমনই অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা। সেই অভিযোগ পাওয়ার পরই ওই গ্রামে বুলডোজার নিয়ে হাজির হন জেলা প্রশাসনের কর্তারা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ মাদ্রাসা।