স্পষ্টবক্তা হিসেবে পরিচিতি রয়েছে বিবেক অগ্নিহোত্রীর। রাজনীতি থেকে বলিউড, যে কোনও বিষয়ে সোজাসাপটা নিজের মতামত জানান কাশ্মীর ফাইলসের এর পরিচালক। এবার মুখ খুললেন তিস্তা শেতলবাদকে নিয়ে। বিবেক বলেছেন, ‘সিএএ, কৃষি আইনের বিরোধিতায় কারা টাকা ঢেলেছিল এবার সেটাও জানা যাবে’।
সম্প্রতি সমাজকর্মী তিস্তা শেতলবাদকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। ২০০২ সালে গুজরাত দাঙ্গার পর বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে কংগ্রেস নেতা তথা সোনিয়া গান্ধীর সচিব আহমেদ প্যাটেলের থেকে তিনি ৩০ লক্ষ টাকা নেন বলে অভিযোগ। সেই নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক।
সেই বিতর্কের রেশ ধরেই বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘আশা করছি খুব শীঘ্রই এটাও জানা যাবে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী, শাহিন বাগ আর কৃষক আন্দোলনের নেপথ্যে টাকা কে ঢেলেছিল। বলিউড তারকারা কেন ওগুলোর অংশ ছিলেন’?
বছর ঘুরে গেলেও নাগরিকত্ব সংশোধন আইন এবং তিন কৃষি আইন বিরোধী আন্দোলনের স্মৃতি এখনো তাজা দেশবাসীর মনে। সারা দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল দুবারই। বেশ কয়েকজন বলিউড তারকাও দুটি আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন, পথেও নেমেছিলেন। সুযোগ বুঝে সেই বিতর্কটাই আরও একবার উস্কে দিলেন বিবেক অগ্নিহোত্রী।