বর্তমানে ডিজেল ও পেট্রোলের দাম উত্তরোত্তর বেড়েই চলেছে। এই অবস্থায় মানুষের নজরে আসছে ইলেক্ট্রনিক যানবাহন। এই যানবাহন ব্যবহার করলে নিঃসন্দেহেই তেলের খরচে হ্রাস দেখা যাবে, যার ফলে মানুষ পকেটও স্বস্তি পাবে। ফলস্বরূপ, পকেটের স্বস্তির খোঁজে ইলেক্ট্রনিক যানবাহনের চাহিদাতে বর্তমানে আবার বৃদ্ধি দেখা গেছে।
গাড়ি প্রস্তুতকারি সংস্থা টাটা মোটরস ইতিমধ্যে জানিয়েছিল যে, মোট ১০টি নয়া মডেলের বৈদ্যুতিক গাড়ি ২০২৬ সালে বাজারে আনতে চলেছে। এবার, এই পরিকল্পনার অধীনেই টাটা মোটরসের অধীনস্থ সংস্থা টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি বৈদ্যুতিক গাড়ির একটি নয়া মডেল প্রকাশ্যে এনেছে। জানা গেছে, পেশ করা মডেলটি ‘টাটা অভিন্ন’ -এর।
টাটা ‘অভিন্ন’ বাজারে এলে মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে। কারণ, এই গাড়িটিকে মাত্র আধঘণ্টা চার্জ করলেই বিনা বাধায় ৫০০ কিমি পথ চলতে পারে। ‘অভিন্ন’ -এর ডিজাইন মূলত সামুদ্রিক নৌকা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
2022-05-14