টিপ কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল উত্তাল হয়েছিল বাংলাদেশ। উল্লেখ্য, এই বিষয়টি যদিও বাংলাদেশ পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি। বিষয়টি বিতর্কের সৃষ্টি করে এপার বাংলাতেও। টিপ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এলো এবার ওড়না কাণ্ড।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। নির্যাতিতা নিজে এই ঘটনাটি ফেসবুক লাইভে এসে জানান। একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিও অনুযায়ী, পুলিশের পিকআপ ভ্যানের সামনে দাঁড়িয়ে তরুণী এক যুবককে গালিগালাজ করছেন। এই আচরণের কারণ হিসাবে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর ওড়না ধরে টান মেরেছিলেন।
অভিযোগটি উঠেছে পুলিশের গুলশান বিভাগের ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে। এই দুই কনস্টেবল অতিরিক্ত উপ-কমিশনারের দেহরক্ষী ও একজন গাড়িচালকের পদে নিযুক্ত ছিলেন। উল্লেখ্য, ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান পুলিশের তরফে নেওয়া পদক্ষেপের কথা জানিয়েছেন। তিনি মন্তব্যের ভিত্তিতে জানা গেছে যে, দুই কনস্টেবলের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি বসানো হয়েছে এবং দুইজনকেই সাসপেন্ড করা হয়েছে।
2022-04-25