মহাজন যে পথে করেন গমন!
হাঁসখালি ধর্ষণকাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, ‘প্রেগন্যান্ট ছিল? লাভ অ্যাফেয়ার তো ছিলই, একে কি ধর্ষণ বলবেন? এবার তাঁর দলের নেতা জানিয়ে দিলেন, ধর্ষণ হলে আগে প্রমাণ দিতে হবে, তারপর তৃণমূল নেতারা থানায় খবর দেবেন। আর ধর্ষণের ঘটনার প্রতিবাদ করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে।
মুর্শিদাবাদের ভগবানগোলার ব্লক সভাপতি আফরোজ সরকার। তাঁর এলাকায় সম্প্রতি সিপিএমের তরফে হাঁসখালি ধর্ষণকাণ্ডের প্রতিবাদে একটি মিছিল করা হয়েছিল। সেই মিছিলের পরেই এ কথা বলেন আফরোজ। মুর্শিদাবাদের তৃণমূল নেতার স্পষ্ট কথা, ‘যদি সত্যিই ধর্ষণ হয়, আমাদের বলুক। আমরা বড়বাবুকে বলব, ওসি সাহেবকে বলব। প্রমাণ দেখাক যে ধর্ষণ করেছে। এমনি ফালতু ফালতু মিছিল করলে তো হবে না’।
এরপরই হুমকির সুরে আফরোজ বলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে, আমি কিন্তু ঠান্ডা করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশি যদি উল্টোপাল্টা কথা বলে, ডাণ্ডা মেরে ঠান্ডা করে দেব। আমার নাম আফরোজ সরকার। আমি কোনও পদের ভয় করি না। সভাপতি থাকব কি থাকব না তাতে কোনও যায় আসে না’।
ভগবানগোলার ব্লক সভাপতির এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে। বলা হচ্ছে এটাই তৃণমূলের সংস্কৃতি। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাতেই তারা উৎসাহিত হচ্ছে। কেন ধর্ষণ হলে আগে তাঁর কাছে প্রমাণ দিতে হবে, সেই প্রশ্নও তুলছে বিরোধীরা।