আর পাঁচটা দিনের মতো নির্বাচনের দিনও বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরোন। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেন যে, বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হওয়া কল্পনার বাইরে।
তিনি বলেন, “গণতন্ত্রের কোনো মানে হয় না। নির্বাচন কমিশনকে আমরা সব জানাই। কিন্তু, শেষ পর্যন্ত দেখা যায় প্রহসনে পরিণত হয়েছে সবই। কলকাতা কর্পোরেশন এবং অন্যান্য কর্পোরেশনে যেভাবে ইলেকশন হয়েছে, তাতে গণতন্ত্র আছে বলে মনে হয় না”। একইসঙ্গে তিনি এও জানান যে, তাও ফলাফল যেমনই হোক ভোট দেওয়া উচিত বলে তাঁর দাবি।
তিনি আরও বলেন, “ছ-সাত মাস ধরে নির্বাচন চলছে নির্বাচন চলছে। একই ধরণের নির্বাচন হচ্ছে। পশ্চিম বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে তা কল্পনাও করতে পারা যায় না। মানুষ নিজের ভোট দিক এটাই আমরা চাই”। উল্লেখ্য, এই পরিস্থিতিতে আসানসোলের সমস্ত বুথই স্পর্শকাতর হিসাবে ঘোষিত হয়েছে। উপ নির্বাচনের আগের দিন থেকেই আসানসোলের বিভিন্ন বুথে উত্তেজনা দেখা গিয়েছে।
2022-04-13