হাঁসখালি ধর্ষণকাণ্ডে তোলপাড় বাংলা। এর মধ্যেই কার্যত ধর্ষককে আড়াল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে নিন্দার ঝড় উঠেছে। এবার এই নিয়ে মুখ খুললেন দিল্লিতে নির্ভয়ার মা। স্পষ্ট ভাষায় বললেন, ‘ধর্ষণ নিয়ে মহিলা হয়েও এমন মন্তব্য করলেন! উনি মুখ্যমন্ত্রী পদের যোগ্য নন’।
নদিয়ার হাঁসখালিতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। পরে ওই কিশোরী মারাও যায়। অভিযোগ, তারপরই ওই কিশোরীর পরিবারকে চাপ দিয়ে ধর্ষিতার দেহ কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয় তৃণমূল নেতা ও তাঁর দলবল। এমনকী অভিযোগ জানানো হলে দেখে নেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।
এই ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ‘আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লাভ অ্যাফেয়ার বলবেন… না কি শরীরটা খারাপ ছিল, না কি কেউ ধরে মেরেছে? আমি পুলিশকে বলেছি ঘটনাটা কী? … মেয়েটার না কি লভ অ্যাফেয়ার ছিল শুনেছি।’ এর পাশাপাশি হাঁসখালির ওই ঘটনায় অভিযোগ জানাতে পাঁচ দিন দেরি হল কেন, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মমতা।
এমন মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নির্ভয়ার মা। তিনি বলেন, ‘কেউ যদি একজন রেপ ভিকটিমের সম্পর্কে এমন মন্তব্য করেন, তবে তিনি মুখ্যমন্ত্রী পদের যোগ্য নন’। এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘একজন নারী হয়েও যদি তিনি এমন মন্তব্য করেন, তাহলে তিনি যে পদে রয়েছেন সেই পদ তাঁর সঙ্গে শোভা পায় না’। মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যগুলি অপরাধীদের উৎসাহ যোগাবে বলেও মন্তব্য করেন তিনি। সঙ্গে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবিও জানিয়েছেন নির্ভয়ার মা।