উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতকে গুলিতে ঝাঁঝরা করে দিল জঙ্গিরা, ফিরল নয়ের দশকের স্মৃতি

দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছে। চলছে জোর চর্চা। তার মধ্যেই জম্মু-কাশ্মীরের সোপিয়ানে চৌতিগাম এলাকায় এক কাশ্মীরি পণ্ডিতকে গুলিতে ঝাঁঝরা করে দিল জঙ্গিরা। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ফের উপত্যকায় ফিরছে নয়ের দশকের স্মৃতি।

সোপিয়ান পুলিশ জানিয়েছে, সোমবার রাত ৮টা নাগাদ চৌতিগামের নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়েছেন বালকৃষ্ণন নামে এক কাশ্মীরি পণ্ডিত। তাঁর শরীরে একাধিক গুলির আঘাত মিলেছে বলে খবর। তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থা তিনি চিকিৎসাধীন।

এই নিয়ে গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে জঙ্গিদের নাশকতার শিকার হলেন সাতজন। যাঁদের মধ্যে চারজন ভিন রাজ্যের শ্রমিক এবং দু’জন সিআরপিএফ জওয়ানও আছেন। সোমবার বিকেলে পুলওয়ামায় দু’জন শ্রমিকের উপর হামলা করে জঙ্গিরা। আহতদের নাম পটলেশ্বর কুমার এবং জ্যাকো চৌধুরী। দু’জনেই বিহারের বাসিন্দা। এরপর পুলওয়ামারই নওপোরা এলাকায় পাঞ্জাবের দুই শ্রমিককে লক্ষ্য করে গুলি করা হয়। শ্রীনগরে দুই সিআরপিএফ জওয়ানের উপরও হামলা চালায় জঙ্গিরা।

‘দ্য কাশ্মীর ফাইলস’ ঝড়ে বেশ কিছুদিন ধরেই কাঁপছে গোটা দেশ। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া অত্যাচারের ইস্যু নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ঠিক তখনই উপত্যকায় যেন ফিরে আসছে নয়ের দশকের সেই সব স্মৃতি। হিন্দু পণ্ডিত, ভিন রাজ্যের শ্রমিক এবং সেনা জওয়ানদের লক্ষ্য করে হামলা থামছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.