গত ০২/০৪/২০২২ তারিখ শনিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিশেষ কার্যক্রম হিসাবে বর্ষপ্রতিপদ পালিত হয়। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ০৩/০৪/২০২২ রবিবার বৈকাল ৪ টার সময় ইন্দিরা কলোনী শিবাজী স্বয়ং সেবক শাখায় উক্ত বর্ষ প্রতিপদ উৎসব কার্যক্রম হিসাবে পালনের জন্য ইন্দিরা কলোনী শিবাজী স্বয়ংসেবক শাখার স্বয়ংসেবকরা উপস্থিত হয় ।

বৈকাল ৪:১০ টার সময় কার্যক্রম শুরু হয় , ব্যায়ামযোগের পর ৪:২৫ টার সময় হঠাৎ করেই স্থানীয় এক ব্যক্তি যার নাম হিকিম মান্ডী পিতা – স্বর্গীয় লাকু মান্ডী সাং – ৩২ নং , নবনারীতলা ফার্স্ট বাই লেন , ইন্দিরা কলোনী , পোষ্ট – বাকসাড়া , পুলিশ স্টেশন – এজেসি বোস রি গার্ডেন , পিন ৭১১১১০ , হাওড়া ও আরও ৩ জন ব্যক্তি সহ মান্ডী সাং – ৩২ নং , নবনারীতলা ফার্স্ট বাই লেন , ইন্দিরা কলোনী , পোষ্ট – বাকসাড়া , পুলিশ স্টেশন – এজেসি বোস বি গার্ডেন পিন ৭১১১১০ , হাওড়া পিন্টু জানা – পিতা – পুলিন জানা , সাং – নবনারীতলা ফার্স্ট বাই লেন , ইন্দিরা কলোনী , পোষ্ট – বাকসাড়া , পুলিশ স্টেশন – এজেসি বোস বি গার্ডেন পিন- ৭১১১১০ , হাওড়া , মন্টু সাঁতরা , সাং নবনারীতলা ফার্স্ট বাই লেন , ইন্দিরা কলোনী , পোষ্ট – বাকসাড়া , পুলিশ স্টেশন – এজেসি বোস বি গার্ডেন পিন ৭১১১১০ হাওড়া , শাখায় এসে আক্রমন করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং শাখায় পুজো করা ভারতমাতার ছবি , রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা পূজনীয় ডাক্তারজী ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার এর ছবি ছুঁড়ে ফেলে দেবার চেষ্টা করে ।

শুভদীপ ঘোষ প্রতিহত করতে গেলে তাকে মারধর করে ও পরিহিত গণবেশ ( সঙ্ঘের ইউনিফর্ম ) ধরে টেনে ছিঁড়ে দেয় । যা ভারতবর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ইতিহাসে বিরলতম ঘটনার মধ্যে একটি । উক্ত হিকিম মান্ডী আমাদের শাখায় উত্তোলিত পরম পূজনীয় গৈরিক ধ্বজাটি ছিঁড়ে দেয় ও ধ্বজদন্ড ভেঙে দিতে যায় । উক্ত গৈরিক ধ্বজকে স্বয়ংসেবকরা গুরু হিসাবে মনে করেন ।

মাঠের একপাশে থাকা তাঁর সাইকেলটি উক্ত হিকিম মান্ডী বারংবার ছুঁড়ে ফেলে দিতে থাকে এবং শুভদীপকে কিল চড় লাথি মারে ও ভবিষ্যতে শাখা করলে প্রানে মেরে দেওয়ার হুমকি দেয় এবং ছোট ছোট বাচ্ছাদের ভয় দেখায় আগামীকাল থেকে উক্ত স্থানে যেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পক্ষ থেকে আর শাখা না লাগাই । উক্ত হিকিম মান্ডির ছেলে হিমাদ্রী মান্ডীও এই ইন্দিরা কলোনী শিবাজী স্বয়ং শাখার স্বয়ংসেবক । রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ সারা পৃথিবীর মধ্যে একটি সর্ব বৃহত্তম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যা সমাজের জন্য কাজ করে । উপরিউক্ত ব্যক্তিরা সংগঠনের বিশ্বাসে , আস্থায় ও অস্মীতায় আঘাত করেছে এবং পরম পূজনীয় গৈরিক ধ্বজ ছিঁড়ে গুরুর অপমান করেছে ।

বিষয়টি নিয়ে পুলিশের নিকট অভিযোগ করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য এবিষয়ে পাওয়া যায় না।
