পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা। জানা গিয়েছে, গ্রুপ ডি নিয়োগের দুর্নীতি তদন্তে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে। বৃহস্পতিবার, কলকাতা হাই কোর্ট রাত বারোটার মধ্যে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দেয়। তদন্তকারী আধিকারিকেরা নির্দেশ পেয়েই প্রথমে সার্ভে পার্ক থানা এলাকায় শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেই সময় তিনি সেখানে ছিলেন না।
এরপর শান্তিপ্রসাদ সিনহা নিজেই তার আইনজীবীকে সঙ্গে নিয়ে চলে যান নিজাম প্যালেসে। জানা যায়, তিনি রাত ১১ টা ১৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসে প্রবেশ করেন। এরপর সিবিআই দফতর থেকে বেরিয়ে আসেন, গভীর রাত ২ টো ২৫ মিনিটে। তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই সম্পর্কে প্রশ্ন করতে এসএসসি’র প্রাক্তন কর্তা জানান, ‘এখন কিছু বলা যাবে না। আপনারা সরুন এখান থেকে।’ প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ ডি’তে ৯৮ জন কর্মী নিয়োগ মামলায় শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দেয়। এর আগে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই শান্তিপ্রসাদ সিনহাকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন। কিন্তু সেই সময় তার বয়ানে অসঙ্গতি থাকায় বিচারপতি প্রাক্তন উপদেষ্টার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি পদে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় ভুয়ো সুপারিশ পেশ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই সময় স্কুলের শিক্ষক হিসেবে অনেকেই চাকরি পান, সুপারিশের ভিত্তিতে। এখন এই সুপারিশপত্র কে বা কারা দিয়েছিল, সেটি আজ অবধি জানা যায়নি। এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোন রকমের টাকার লেনদেন হয়েছে কিনা, তাও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। খতিয়ে দেখার জন্য বিচারপতি সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন। গ্রুপ ডি’র পদে ৯৮ জনের নিয়োগকে ঘিরে যে অভিযোগ উঠেছিল তাতে বলা হয়েছিল, ৯০ জনের কোন নাম ছিল না প্যানেলের মধ্যে। শুধু আট জনের নাম ছিল, তাও একেবারে পেছনের সারিতে।
এরপর স্কুল সার্ভিস কমিশন রিপোর্ট দিয়ে জানিয়ে দেয়, তারা কোনরকমের নিয়োগের জন্য সুপারিশ করেনি। ওদিকে, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলে তারা কমিশনের সুপারিশেই নিয়োগপত্র পাঠিয়েছে। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে বলেন, এই গোটা বিষয়টি জানতে জিজ্ঞাসাবাদ করা হোক এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে।
2022-04-02