এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার হল পটল ক্ষেত থেকে। পুলিশের প্রাথমিক অনুমান ওই গৃহবধূকে প্রথমে মদ্য পান করানো হয়েছে এবং তারপরে ধর্ষণ করা হয়েছে ও পরে তাঁকে খুন করা হয়েছে। যদিও, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না পুলিশ আধিকারিকরা।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার নন্দীপাড়া কুচেমোড়া এলাকার। এই এলাকার এক বিরাট আম বাগানের ভেতরের দিকে থাকা পটল বাগানে পাওয়া গেছে গৃহবধূর দেহ। ওই পটল ক্ষেতের মালিক কুতুবুদ্দিন মণ্ডল সোমবার সকালে ক্ষেতে মৃতদেহটিকে দেখতে পান। সকালে গিয়ে পটলের ফুলের মধ্যে পরাগ মিলন তাঁর অন্যতম কাজ। নিজের সেই কাজ করতে গিয়েই গৃহবধূর দেহ চোখে পড়ে।
মৃতদেহ চোখে পড়তেই তিনি সেই খবর স্থানীয় বাসিন্দাদের জানান। খবর থানায় পৌঁছাতেই দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মহিলার রক্তাক্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার করে। জানা গেছে, পুলিশ এরপরে সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থকে গৃহবধূর রক্তে মাখা জানা-কাপড়, মদের বোতল, জলের বোতল প্রভৃতি পাওয়া গেছে।
2022-03-29