ক্লাসে নামাজ পড়াকে কেন্দ্র করে উঠল বিতর্কের ঝড়। মধ্যপ্রদেশের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে দেশজুড়ে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দৃশ্যটি ধরা পড়েছে। ভিডিওতে দেখা গেছে যে, এক ছাত্রী হিজাব পরিহিত অবস্থায় ক্লাসে উপস্থিত থেকেই নামাজ পড়ছেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং সেই ছাত্রীকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর শহরের ডক্টর হরিসিংহ গৌর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনাটিকে কেন্দ্র করে সরব হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। এই সংগঠনের সভাপতি উমেশ সরাফ আপত্তি জানিয়ে বলেছেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও ধর্মীয় রীতি- আচার পালন করা একেবারেই শোভা পায় না। আমি এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ জানিয়েছি”। একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের তরফে এও জানানো হয়, “পরবর্তীকালে ক্যাম্পাসে যদি ধর্মীয় আচরণ পালন করতে দেখা যায় তাহলে সেই ঘটনার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চও হনুমান চল্লিশা পাঠ করবে”।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীলিমা গুপ্তা এই বিষয়কে কেন্দ্র করে সাফ জানান, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে কোনও ধর্মীয় আচার পালন করা যাবে না। তা করতে গেলে পড়ুয়াদের নিজের বাড়িতে অথবা ধর্মীয় স্থানে গিয়ে করতে হবে। এরকম হলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় আচার একেবারেই বরদাস্ত করা হবে না”।
2022-03-29