2/5দোল উপলক্ষ্যে বিশেষ হাওড়া-দিঘার বিশেষ ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। আগামী ১৭ মার্চ, ১৮ মার্চ এবং ১৯ মার্চ সেই ট্রেন চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)3/5০৮০০১ হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন: দুপুর ২ টো ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। সেদিন বিকেল ৫ টা ৫০ মিনিটে দিঘায় পৌঁছাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)4/5০৮০০২ দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন: ফিরতি পথে সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে। হাওড়ায় ঢুকবে রাত ৯ টা ৪৫ মিনিটে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)5/5কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন? হাওড়া, সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক এবং কাঁথি এবং দিঘা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)