ক্রমশ জোরদার হচ্ছে হরিয়ানার গুরুগ্রামে প্রকাশ্যে নামাজ পড়ার বিরুদ্ধে আন্দোলন। এরই মধ্যে, মুসলিম সংগঠনগুলো প্রকাশ্যে যাত্রী তত্র নামাজ পড়ার জন্য ডাক দিয়েছে যা নিয়ে উত্তেজনা এখন চরমে।
বৃহস্পতিবার, মুসলিম একটা মঞ্চ প্রতি শুক্রবার ৩৭ টি স্থানে যেখানে নামাজ পড়া নিয়ে আপত্তি জানিয়েছে হিন্দু সংগঠনগুলো। একই সঙ্গে হিন্দু সংগঠনগুলো যেন যেন প্রকারেন নামাজ বন্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।
হিন্দু সংঘর্ষ সমিতির সভাপতি মহাবীর ভরদ্বাজ বলেছেন বিগত তিন মাস ধরে হিন্দু সংগঠনগুলো এবিং গুরুগ্রামের সেক্টর-৪৭, ১২এ, সেক্টর-১৮ এবং সেক্টর-৩৭ এর বাসিন্দারা বেআইনি ভাবে যেখানে সেখানে জায়গা দখল করে নামাজ পড়ার বিরুদ্ধে প্রতিবাদে সরব। তিনি আরো বলেন যেমন করেই হোক প্রকাশ্যে নামাজ পড়া বন্ধ করবেন তাঁরা।
এই মর্মে প্রশাসনকে জানানো হয়েছে যে যেখানে সেখানে মুসলিমরা যদি জায়গা দখল করে নামাজ পড়া শুরু করে তাহলে তাদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। মুসলিম ন্যাশনাল ফোরাম এবং গুরুগ্রাম ইমাম অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রশাসনের কাছে মেমোরেন্ডাম দিয়ে বলা হয় যে ৬ জায়গায় মসজিদের ভেতরে নামাজ পড়া হবে।
এদিকে হিন্দু সংঘর্ষ সমিতি হুঙ্কার দিয়ে বলেছে মুসলিমরা যাত্র তত্র নামাজ পড়ে দেখাক, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন তাঁরা।