বিশিষ্ট বাংলাদেশী ব্লগার (blogger) ও সাংবাদিক (journalist) পিনাকী ভট্টাচার্য্যের (Pinaki Bhattacharjee) বিরুদ্ধে আনা হলো দেশদ্রোহের মিথ্যে অভিযোগ। এর পেছনে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ (All European Awami League বা A E A L)।
অভিযোগটি মূলত এনেছেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মহম্মদ নজরুল ইসলাম ও সংস্থার জেনারেল সেক্রেটারি মুজিবুর রেহমান।
তার অর্থাৎ পিনাকী বাবুর বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধাচরণ , বাংলাদেশের খবর বিদেশে পাচার করা , বাংলাদেশে মিথ্যে হিন্দু অত্যাচারের গল্প ফেঁদে দেশে বিদেশের বিভিন্ন খবরের কাগজ , টেলিভশন চ্যানেল , ও বিভিন্ন নিউস পোর্টালে দিয়ে বাংলাদেশের বদনাম করার গুরুতর অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক পিনাকী ভট্টাচার্য (Pinaki Bhattacharjee) আপাতত অনেক দিনই ঘর ও দেশ ছাড়া।
বাংলাদেশে ইসলামিক সাম্রাজ্যবাদ ও জিহাদিদের বিরুদ্ধে মুখ খোলায় তার উপর বিভিন্ন ভাবে ও বিভিন্ন উপায়ে চাপ তৈরী করা হয় , করা হয় বিভিন্ন প্রকারে হেনস্থাও। বাংলাদেশ সরকারও আশানুরূপ কোনো ব্যবস্থা নিতে না পারেনি এই ব্যাপারে , ফলে নিজের মাতৃভূমি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তিনি।
এই মুহূর্তে, পিনাকী বাবু ফ্রান্সে (France) বসবাস করছেন এবং ফ্রান্স সহ গোটা ইউরোপে (Europe) তথা বিশ্বে , বাংলাদেশে চলতে থাকা ক্রমাগত ও ক্রমবর্ধমান হিন্দুদের তথা অমুসলিমদের প্রতি অন্যায় , অবিচার ও অত্যাচারের কথা লিখে চলেছেন।
সূত্রের খবর , পিনাকী বাবু আশঙ্কা ব্যক্ত করে বলেছেন যে যদি বাংলাদেশে জেহাদকে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে অচিরেই বাংলাদেশ আফগানিস্তানে (Afganisthan) পরিণত হবে।
এদিকে অল ইউরোপরান আওয়ামী লীগ এর তরফে তাকে পাকিস্তানের গুপ্তচর সংস্থার এজেন্ট বলে চিহ্নিত করা হলেও , বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বি এন পি র (B N P)তরফে তাকে ভারতীয় গুপ্তচর সংস্থার লোক বলেও চিহ্নিত করা হয়েছে।