জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পর থেকেই আরজি কর হাসপাতালে রোগীদের অসুবিধার কথা সামনে আসায় একেই বেহাল হাসপাতাল পরিষেবা। এবার, আরজি সংক্রান্ত নয়া তথ্য সামনে আসায় আরজি হাসপাতালের কর্তৃপক্ষের কপালে পড়ল চিন্তার ভাঁজ। প্রকাশ্যে এল আরজি করের নয়া কেলেঙ্কারি যার ফলে হুলুস্থুলুস পরিস্থিতি তৈরি হয়ে গেছে হাসপাতাল চত্বরে।
আরজি করের নয়া কেলেঙ্কারি সামনে এসেছে স্টেন্টকে কেন্দ্র করে। এই স্টেন্টের প্রত্যেকটির দাম ৩০ হাজার টাকা। সূত্রের খবর অনুযায়ী, হাসপাতালের ইন্ডোর এমার্জেন্সিতে ২১১টি স্টেন্ট পড়ে থাকতে দেখা গেছে। আবার স্টেন্ট হাসপাতালে মজুত থাকার পরেও নতুন করে স্টেন্টের বরাত হয়েছিল। উপযুক্ত পরিমাণে মজুত থাকার পরেও, কেন আবার নতুন করে বরাত দেওয়া হল, সেই নিয়েও উঠেছে প্রশ্ন।
ইতিমধ্যে, এই মামলাকে কেন্দ্র করে হাসপাতালে ডেপুটি ডিরেক্টর হেল্থ সার্ভিস প্রশান্ত বিশ্বাসের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি কেলেঙ্কারির সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বলে জানা গেছে।
এই বিশেষ কমিটির রিপোর্টের ভিত্তিতে জানা গেছে যে, চলতি মাসের ১লা তারিখে ডেপুটি সুপার স্টোর বিল্ডিং-এ মেঝেতে ২২১ টি স্টেন্ট পড়ে নষ্ট হতে দেখা গিয়েছিল। এক একটি ৩০ হাজার দামের ওই স্টেন্টগুলি নষ্ট না হলে একদিকে যেমন প্রায় ২২১ জন মানুষ উপকৃত হতেন, অপরদিকে তেমনই ৬৬ লক্ষ টাকাও নষ্ট হত না। উল্লেখ্য, স্টেন্ট মূলত হার্টের ব্লক সারানোর জন্য ব্যবহার করা হয়।